রিক্ত সন্ন্যাসী তোমাকেই ভালোবাসি- কবি রুনা আক্তার স্বপ্না
শূন্যের শূন্যতায় কেটেই তো যাচ্ছিলো অনন্ত জীবন,
ঘুমহীন রাত্রির অজানা গহিনে ছিলো শুধুই বিসর্জন।
প্রতীক্ষার প্রহর গুনে গুনে অসীম সাহারায় পথ হারায় সময়, নিয়তির একি নির্মম পরিহাস আমার অস্থিমিত আকাশে তোমার উদয়।
অপেক্ষার অনাহূত দীর্ঘশ্বাসে যখন নির্জীব প্রায় ধমনী,
তখনি হৃদমন্দিরে শঙ্খ বাজে শুনি তোমার নামের উলুধ্বনি।
আত্মশুদ্ধির সতর্ক অবলোকন উপেক্ষা করে মন অশরীরী মায়া জালে ধরাশায়ী হয়,
ম্রিয়মাণ অনুভূতি সব অহঙ্কার ধুলায় মিশিয়ে বেহাগের সূর উঠে হিয়ায়।
তুমি তো উদাসীন মুসাফির, আমার দ্বারে তোমার ক্ষণিক বিশ্রামের আয়োজন,
রিক্ত সন্ন্যাসী তোমাকেই ভালোবাসি তোমার মাঝেই নিজেকে করছি সমর্পণ।
জানি একদিন পড়ে রবে গাঢ় ধুসর স্মৃতির পদাতিক পদধূলি, যাপিত প্রহরে উঠিবে দীর্ঘশ্বাস তবু তুমি কেন্দিক রবো প্রতি উষা গোধুলী।
স্মৃতির যাতনা নিরাশার মেঘ হয়ে সীমাহীন নিস্তব্ধতায় করিবে নিঃশব্দ ক্রন্দন, যাপিত প্রহর উঠিবে দীর্ঘশ্বাস তবু আমার ব্যথিত হিয়ায় তুমি রবে সমাসীন।
Leave a Reply