মাহমুদ মুরাদ: নির্ভরতা,এ এক ভয়ংকর অদ্ভুত নেশা,
একটু একটু করে ক্রমান্বয়ে
পরগাছার মত বেড়ে ওঠা উপদ্রব।
জড়িয়ে ধরে অশ্বথ্ যেমন,
তেমনি বাড়ন্ত লাউয়ের ডগা হয়ে গোটা বাঁশের মাচাকে
ঢেকে দেয় একটা সময়ে!
ছেলেবেলায় স্বপ্ন পুষতাম,
বড় হয়ে একটা বই আর ক্যাসেটের দোকান দেবো।
রাজ্যের বই পড়তে গান
শুনতে কোন বাধা রইবেনা আর;
বয়স বেড়েছে, হয়তো বড় ও হয়েছি,
তবুও নির্ভরতার প্রতীক
হয়ে উঠতে পারিনি কারো।
কখনো জঞ্জাল হয়ে, কখনো বা শ্যাওলা অথবা
পরজীবী লতা গুল্মের মত,
জড়াতে চেয়েছি অশ্বথ কোনো!
যে মানুষ নিজেকে আড়াল রাখে
আজীবন,কথার খেলায় অসতর্কতার শব্দে হেরে যাবে সে বেশুমার,বোধের আঙিনা ছুঁয়ে থাকা বিভা মিলিয়ে যেতে থাকে সীমাহীন নিষ্ঠুরতায়,
গহীনে সংগোপনে বেড়ে ওঠা
বিষবৃক্ষ ভাটির কালেও
বন্দী করে রাখে মরণ নেশায়!
Leave a Reply