মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের নালমুখ বাজারে ঈদের আগে মাংসের বাজারে নৈরাজ্য, প্রশাসনের ভূমিকা নেই ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু চুনারুঘাটে ভুট্টা চাষে নুরুল হকের সফলতা ৫ লাখ টাকা ঘুষ দাবীর অভিযোগ এনে ভ্যাট কর্মকর্তা বিরুদ্ধে মামলা দায়ের গাজায় গণহত্যার প্রতিবাদে শহরে রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ চুনারুঘাটে চাঁদাবাজী ও মারপিটের মামলা করায় বাদী ও স্বাক্ষীর ৭০টি ফলজাত গাছ কর্তন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেটানোর ঘটনার আসামী আদালতে হাজির, কারাগারে প্রেরণ আপন ভুবনে মানুষের ভালবাসায় সিক্ত বিখ্যাত ফুটবলার হামজা হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অপহৃত শিশু উদ্ধার ॥ গ্রেপ্তার ৩ চুনারুঘাটে যুবলীগ নেতা ইউপি সদস্য রমজানের নেতৃত্বে অভৈধভাবে মাটি ও বালু উত্তোলনে বাঁধা দেয়ায় কুপিয়ে জখম

৫ লাখ টাকা ঘুষ দাবীর অভিযোগ এনে ভ্যাট কর্মকর্তা বিরুদ্ধে মামলা দায়ের

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ঘাটিয়া বাজারস্থ একটি ব্যবসা প্রতিষ্ঠানের ৫ লাখ টাকা ঘুষ দাবীর অভিযোগ এনে কাষ্টমস্ ও ভ্যাট হবিগঞ্জ সার্কেলের সহকারী রিভিনিউ অফিসার (ইন্সপেক্টর) শামীম আল মামুন (৪০) এর বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপর দিকে কাষ্টমস্ ও ভ্যাট হবিগঞ্জ সার্কেলের সহকারী রিভিনিউ অফিসার (ইন্সপেক্টর) শামীম আল মামুন সরকারী কাজে বাঁধা প্রদানের অভিযোগ এনে ১০ জন ব্যবসায়ী ও কর্মচারীর বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্যাট কর্মকর্তার মামলা দায়ের খবর পেয়ে মধ্যরাতে শহরের শত শত ব্যবসায়ী থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মঈনুদ্দিন খান সহ নেতৃবৃন্দকে পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের হয়রানীমুলক কোন পদক্ষেপ পুলিশ গ্রহণ করবে না বলে আশ্বস্থ করলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা থানা ত্যাগ করেন।
কাষ্টমস্ ও ভ্যাট হবিগঞ্জ সার্কেলের সহকারী রিভিনিউ অফিসার (ইন্সপেক্টর) শামীম আল মামুন এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা দায়ের করেন শহরের ঘাটিয়া বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী এসডি প্লাজার সত্বাধিকারী শংকর দাসের পুত্র শুভ দাস। অভিযোগে শুভ দাস বলেন, সরকারী বিধি বিধান মেনে সরকারী আয়কর, ভ্যাট, ইনকাম ট্যাক্স নিয়মিত পরিশোধ করিয়াই ব্যবসা পরিচালনা করছি। কিন্তু ভ্যাট কর্মকর্তা শামীম আল মামুন ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবত হবিগঞ্জ শহরের ম্যাংগো রেস্টুরেন্ট, জহুর আলী রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুষ বাণিজ্য করে যাচ্ছেন। কেহ ঘুষ প্রদান না করলে দিনে রাতেতার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হয়রানী করে।
কাষ্টমস্ ও ভ্যাট হবিগঞ্জ সার্কেলের সহকারী রিভিনিউ অফিসার (ইন্সপেক্টর) শামীম আল মামুন গত ১৮ মার্চ সাড়ে ১০ টার দিকে তার ব্যবসা প্রতিষ্টান এসডি প্লাজায় এসে সেলস্ রিপোর্ট সহ ভিডিও ধারণ করেয়া নিয়ে যান এবং জরুরী ভিত্তিতে ৫ লাখ টাকা ঈদ সালামীসহ তার যোগাযোগ করার কথা বলেন। তখন আমরা ঈদের মার্কেটের পর তার সাথে যোগাযোগ করব বলে জানাই। এদিকে ২৪ মার্চ রাত প্রায় ১১ টার দিকে ভ্যাট কর্মকর্তা শামীম আল মামুন দোকানে এসে তার সাথে যোগাযোগ না করার কারণে দমক দেন এবং ঈদ বকশিস বাবদ ৫ লাখ টাকা দাবী করেন। কিন্তু তাকে এ টাকা দিতে অনীহা প্রকাশ করলে শামীম আল মামুন উত্তেজিত হয়ে দোকান সীলগালা করে দেবেন বলে হুমকি প্রদান করেন। এক পর্যায়ে দোকানে অকথ্য ভাষায় মালিককে গালমন্দ শুরু করলে দোকানে আসা ক্রেতারা এর প্রতিবাদ করেন। এ সময় শামীম আল মামুন নিজেকে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য বলিয়া পরিচয় দিয়ে ক্রেতাদের সাথে বাকবিতন্ডা শুরু করেন। ততক্ষনাৎ ঘাটিয়া বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ক্রেতারা আটক করলে উত্তেজিত জনতার সামনে শামীম আল মামুন দোষ স্বীকার করে পরবর্তীতে এ ধরনের কাজ করবেন না বলে মৌখিক ভাবে অঙ্গীকার করেন। পরে হবিগঞ্জ চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির এস, আই সিরাজুল মৌলা ঘটনাস্থলে এসে ভ্যাট কর্মকর্তা শামীম আল মামুনকে নিয়ে যান।
অপর দিকে কাষ্টমস্ ও ভ্যাট হবিগঞ্জ সার্কেলের সহকারী রিভিনিউ অফিসার (ইন্সপেক্টর) শামীম আল মামুন সরকারী কাজে বাঁধা প্রদানের অভিযোগ এনে ১০ জন ব্যবসায়ী ও কর্মচারীর বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, এসডি প্লাজার সত্বাধিকারী শংকর দাস, তার পুত্র শুভ দাস, ম্যাংগো রেষ্টুরেন্টের সত্বাধিকারী জনি মিয়া, জহুর আলী রেষ্টুরেন্টের সত্বাধিকারী রাকিব মিয়া, নয়ন, সুজিত, এস এম মামুন, এসডি প্লাজার ৩ জন কর্মচারী সহ অজ্ঞাতনামা ১০০ জন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সি জানান, ভ্যাট কর্মকর্তা ও ব্যবসায়ীদের পক্ষ থেকে পৃথক দু’টি অভিযোগ থানায় দেয়া হয়েছে। এগেুলো তদন্তাধিন আছে। কি ঘটনা ঘটেছে পুলিশ এর মূল বিষয় উদঘাটনের চেষ্টা করছি। সার্বিক বিষয়ে আমাদের নজর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com