প্রেমাগ্নির নির্মম দহন
রুনা আক্তার স্বপ্না
হৃদয় গ্রন্থির প্ররোচনা আর অনুভূতির অনন্ত ব্যঞ্জনায় হারিয়ে নিজেকে,
মনের নীরব ভাষাগুলো অশ্রু সলিলে ঢেউ তুলে খুঁজে তোমাকে।
কষ্টগুলো শব্দ হয়ে কবিতায় দেয় ডুব,
স্নায়ুকোষের অস্থিরতায় গতিময় জীবন নীরব।
শিশিরের জলে ধুঁয়া ধরণীতল
তবু মন পুড়েছে অনুরাগে,
আদিঅন্ত নিশিভোর লজ্জিত বিভ্রম
ভেসে যায় অযাচিত আবেগে।
জীবন খাতার সফেদ পাতাগুলো
মলিন হয় দীর্ঘশ্বাসে,
শ্বাশত প্রেম হৃদয়ে ঝড় তুলেে
অনাহুত প্রশ্বাসে।
পুরানো পলেস্তরারে মতো খয়ে খয়ে পড়ে বোধের দেয়াল,
অস্তরাগের লালিমা দু’টি চোখে টেনে দেয় নেশার কাজল।
ঋতুবতী রয়ে যায় স্বপন,
শতো যাতনায় তার হয়না
প্রজনন,নানান রকম অস্থিরতায় হয় সংক্রামণ।
দুটি চোখে সারারাত ধরে রাখে চাঁদ,
নির্মোহ শুন্যতায় নিশি হয় ভোর,
প্রেমাগ্নির নির্মম দহনে পোড়ায়ে
উঁকি দেয় দ্যুতিময় প্রভাকর।
Leave a Reply