শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

শব্দ শ্রমিক কবি: রুনা আক্তার স্বপ্না

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৩৭১ বার পঠিত

কবিতাঃ শব্দ শ্রমিক
কবিঃ রুনা আক্তার স্বপ্না

আমি আঁধার রাতের এক শব্দ শ্রমিক,
বর্ণমালার খেলায় করি কবিতার চাষ,
দ্বন্ধ-দ্বৈরাথ শব্দে তুলি ছন্দের ঢেউ,
অবিশ্রান্ত রাতের প্রহরে অন্তরীক্ষের আর্ত আহাজারিতে কাটে বারোমাস।

নির্বাক অপ্রত্যাশিত যন্ত্রণারাশি সাজাই নানা ঢংগে
নান্দনিক শব্দের সঙ্গমে করি কবিতা সৃজন,
ঘুমহীন রাতের গ্লানিমাখা ব্যথায় দেই রং
হাজার কথায় অব্যক্ত ব্যথা করি বিসর্জন।

অভুক্ত স্মৃতির কঙ্কালসার ইচ্ছেগুলো হয় কবিতার খোরাক।
পাথরে অন্তরে গলে বরফ, বুকভরা অভিমানে ভিজে চোখ।

মেঘহীন নির্মল আকাশটা সমব্যথী হয়ে ছাড়ে উত্তপ্ততর দীর্ঘশ্বাস,
খিল আটকানো অবরুদ্ধ নিস্তব্ধতায় খুঁজে হারানো বিশ্বাস।

ব্যথাভরা বোবাকান্না হামাগুড়ি দেয় কবিতার খাতায়,
ব্যর্থ প্রেম, গুপ্ত প্রবঞ্চনা কষ্ট লাঘব করে ভিন্ন সাধনায়।

শোকে দুঃখে বিকলাঙ্গ জীবন মাতে সৃষ্টির উন্মাদনায়,
ভারাক্রান্ত নিশিতে যন্ত্রণার ঘোর লাগে ছন্দের বেদনায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com