ত্রি অক্ষিকোণ প্রেম- রুনা আক্তার স্বপ্না
জীবন নদীর মোহনায় এসে ত্রি অক্ষিকোণ নতুন বাঁকের সৃজন,শান্ত কুটির মেঘমুক্ত আকাশ,
ভিতরে চলে কাল বৈশাখী তুফান।
প্রাণের ভিতর অস্তিত্ব সঙ্কট, অব্যক্ত যাতনায় চলছে বিভাজনের প্রশ্রবণ অধুনা অনুরাগে অমৃত বিভ্রমে বেদখল হয়ে গেলো মন।
অঙ্কুরিত উন্মেষ প্রেম অন্তর্লোকের সুপ্ত সত্তার সিঁড়ি বেয়ে
ধীরে ধীরে উঠছে বেড়ে,
জীবনের ছিন্ন বিণায় মৃদঙ্গের মধুরীমায়
বেহাগের সুর উঠে সময়ের শেষ প্রহরে।
তীব্র দহনে ভাঙ্গনের পথে বিচ্ছেদের বাঁশি বাজিয়ে তার আগমন, চঞ্চল মন প্রাণ যেনো তার অপেক্ষায়
অনাকাঙ্ক্ষিত সময়ের কল্পতরু বেয়ে এসেছে জীবন।
প্রতারিত বিশ্বলোকের আলো আঁধারী ছায়াপথ
প্রসূত প্রজননে উদাস জগত,
নিশিভূক অন্ধকারে শিশিরের কণা হয়ে ঝরে
ঋতুবতী প্রেমের দুর্বল শপথ।
Leave a Reply