শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।এসময় অবৈধ বালু পরিবহনকারী ৩ টি ট্রাক্টর জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্যাট নুসরাত ফাতিমা।
এসময় বালু উত্তোলনের প্রায় ২০০ মিটার পাইপ জব্দ করে ভেঙ্গে বিনষ্ট করা হয়।এর আগে ও একাধিকবার ওই এলাকায় অভিযান পরিচালনা করেন নুসরাত ফাতিমা।অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply