স্টাফ রিপোর্টার ॥ চলমান ডেভিল হ্যান্ট অভিযানে হবিগঞ্জ সদর থানা পুলিশ মুন্না তালুকদার (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে। গতকাল রাত পৌনে ১ টার দিকে সদর মডেল থানার এসআই জয় পালের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের নলিউর রহমান তালুকদারের পুত্র।
গ্রেফতারকৃত মুন্না তালুকদার আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
সে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের পুত্র। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির।
Leave a Reply