স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জে চুনারুঘাট সাতছড়ি সীমান্ত এলাকা থেকে ১২০ কেজি ভারতীয় গাঁজা ও ৭ বোতল মদ জব্দ করছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি জানায়, গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সাতছড়ি বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সাতছড়ি নারাক্ষেত নামক এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।তবে অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য চার লাখ ১৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
Leave a Reply