চুনারুঘাট বাজারের মাংস ব্যবসায়ীদের নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ ক্রেতাদের ক্ষোভ ও বিভিন্ন অনিয়ম নিয়ে অভিযোগ ছিল।
এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখালেখির জেরে তৎকালীন পৌর প্রশাসন মাংস ব্যবসায়ীদের লাইসেন্স নবায়ন বন্ধ করে দেয়। ফলে টানা চার বছর ধরে লাইসেন্স ছাড়াই চলছে গরুর মাংসের রমরমা বাণিজ্য।
ক্ষেতা হয়রানিসহ সিন্ডিকেট করে ১৩টি লাইসেন্সের বিপরীতে মাত্র ২জন ব্যবসায়ী চুনারুঘাটের মাংসের বাজার নিয়ন্ত্রনে নিয়ে নেয়। এছাড়াও মাংসের নামে জোরপূর্বক উচ্ছিষ্ট নিতে বাধ্য করা হতো ক্রেতাদের। এসব বিষয় আমলে নিয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মাংস ব্যবাসয়ীদের সাথে বৈঠক করে ক্রেতাসন্তোষ্টির লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনাগুলো হচ্ছে-
১/ যারা লাইসেন্স গ্রহণ করবে তাদের কে বাধ্যতামূলক ব্যবসা করতে হবে,অন্যথায় লাইসেন্স বাতিল করা হবে।
২/ সকাল ৮ টা থেকে নিয়ে বিকাল ৫টা পর্যন্ত গরুর মাংস বাধ্যতামূলক হাটে থাকতে হবে। এবং হাটের মাঝেই গরু জবেহ করতে হবে।
৩/ মাংসের নামে অবাঞ্ছিত কিছু বিক্রি করা যাবে না।
৪/ ক্ষুদ্র ক্রেতাদের আগে প্রাধান্য দিতে হবে। নিম্নে ২৫০ গ্রাম মাংস থেকে বিক্রি শুরু করতে হবে।
৫/ পশু চিকিৎসক বা প্রাণী বিশেষজ্ঞ ব্যক্তির নিকট থেকে জবহের পূর্বে গরুর স্বাস্থ্যসম্মত অনুমোদন পত্র গ্রহণ করতে হবে ।
৬/ প্রশাসনের বেঁধে দেয়া মূল্যে বিক্রি করতে হবে এর অধিক গ্রহণ করা যাবে না।
৭/পরিবেশের সুরক্ষা রেখে নির্দিষ্ট জায়গায় গরুর উচিষ্ট অংশ ফেলতে হবে।
৮/ সর্বধরনের ক্রেতাদের সাথে শালীন আচরণ করতে হবে।
★উপরোক্ত বিষয়গুলো অমান্য করলে আইনানুগভাবে শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছে চুনারুঘাট উপজেলা প্রশাসন।
Leave a Reply