স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় মুদি দোকানের মালামালসহ একটি পিকআপ ভ্যান ডাকাতি ও ভ্যান চালককে অপহরণের কয়েক ঘন্টার মধ্যে খোয়া যাওয়া মালামাল, পিকআপ ভ্যান ও চালককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়- গত সোমবার রাতে সিলেট শহরস্থ কালীঘাট বাজারের মেসার্স আরাফাত ট্রের্ডাস থেকে চুনারুঘাট বাজারের ব্যবসায়ী হাফেজ মাওলানা আহমদ আলীর দোকানের জন্য ক্রয়কৃত মসুরেরডালের ৫টি বস্তা, ফ্রেস কোম্পানীর ৬০ বস্তা চিনি, চিড়া ১০ বস্তাসহ সর্বমোট ৩ লাখ ৭৯ হাজার টাকার মুদি মালামাল পিকআপ ভ্যানে করে চুনারুঘাট বাজারে উদ্দেশ্যে রওয়ানা দেন পিকআপ ভ্যান চালক মামুন মিয়া। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় পৌঁছামাত্রই পিকআপ ভ্যানের গতিরোধ করে একটি প্রাইভেট কার। এ সময় ৫-৬ জনের অজ্ঞাত একদল ডাকাত কার থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নেমে পিকআপ ভ্যান চালককে অস্ত্রের মুথে জিম্মি করে পিকআপ ভ্যান চালক মামুন মিয়াকে মারধর করে প্রাইভেট কারে করে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দল। এ সময় ডাকাত দলের দুই সদস্য পিকআপ বুঝাই মালামালসহ পিকআপ ভ্যান ছিনিয়ে নিয়ে যায়। পরে জাতীয় জরুরী সেবা-৯৯৯ নাম্বারে কলের মাধ্যমে জানতে পেরে নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন, ওসি (অপারেশন) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মোঃ তরিকুল ইসলাম, এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই খালেকুজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে টোল প্লাজার সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অভিযানে নামে। রাত সাড়ে ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার সদরঘাট বিজনা নদীর ব্রীজের উপর থেকে পিকআপ ভ্যান ও অক্ষত অবস্থায় চালক মোঃ মামুন মিয়াকে উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামে সাবেক ইউপি সদস্য মোঃ জমির আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া মালামালের মধ্যে ৩ লাখ ২৯ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় চুনারুঘাট বাজারের ব্যবসায়ী হাফেজ মাওলানা আহমদ আলী (৩৫) বাদী হয়ে অজ্ঞাত ৫-৬ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি রুজু করে জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে সন্ধিগ্ধ আসামী হিসেবে রুস্তমপুর গ্রামের মৃত তাজুদ মিয়ার ছেলে আলী আহমদ (৩৫) কে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে, জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
Leave a Reply