চুনারুঘাটে মসকো মার্কেটিং লিমিটেডের এগ্রিটপ ঘাস বিনষ্ট করার ওষুধ ব্যবহার করে ৩০ কেয়ার বরো ধান জ্বলে গেছে। ফলে কৃষক পড়েছেন বিপাকে।
এ বিষয়ে ভোক্তভোগী কৃষকরা গতকাল বুধবার সকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও উক্ত অভিযোগের অনুলিপি উপজেলা কৃষি অফিসারের নিটকও জমা দেন।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের গোড়ামী ও শানখলা গ্রামের কৃষকরা চলতি মৌসুমে প্রায় ৩০ কেয়ার ধান্য জমিতে বোরো ধান চাষাবাদ করেন। ধান রোপনের পর জমিগুলোতে ঘাস মারার জন্য শানখলা বাজারের সার ডিলার মোঃ জামাল মিয়ার দোকান থেকে ক্রয় করেন এগ্রিটপ ঘাস বিনষ্ট করার ওষুধ কিনেন।
ডিলারের পরামর্শক্রমে তার দোকান থেকে ক্রয় করে জমিতে ঘাস মারার জন্য মসকো মার্কেটিং লিমিটেড এর এগ্রিটপ ঘাস মারাইর ওষুধ জমিতে ব্যবহার করেন।
তার দোকান থেকে এগ্রিটপ ওষুধটি জমিতে ছিটানোর ২ থেকে ৩ দিনপরই দেখা যায় জমির ধান্যগুলি একেবারে জ্বলে গেছে। উক্ত ধান জ্বলার বিষয়টি কৃষকরা জামাল মিয়াকে জানালে সে কোন ধরণের সন্তোষজনক জবাব না দিয়ে উল্টো বিভিন্ন ধরণের ভয় ভীতি ও হুমকি ধামকি দেয় কৃষকদের।
বর্তমানে ভোক্তভোগীদের বোরো ধান জ্বলে প্রায় ৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে মনে করেন। এবছর বোরো ধান নিয়ে বর্তমানে কৃষকরা পড়েছেন বিপাকে।
কিভাবে হত দরিদ্র কৃষকরা তাদের জীবিন জীবিকা নির্বাহ করবেন। তাই ভোক্তভোগী কৃষকরা ওই ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও নিকট জোর দাবী জানান।
Leave a Reply