শেখ মোঃ হারুনুর রশিদ।। হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামের বাসিন্দা জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মীর সিরাজ আলীর বাড়িতে হামলা,ভাংচুর,লুটপাট ও তাঁকে মারধরের ঘটনায় এক নাগরিক সমাবেশ করেছে চুনারুঘাটের সর্বস্তরের জনতা।
রবিবার(৮ ডিসেম্বর) বাদ আছর চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশ।
মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ হোসাইন আলী রাজন-এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি(ব্যকস্)-এর সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু,স্বাগত বক্তব্য প্রদান করেন শালিসী বিচারক বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব ছুরক আলী মীর।গুরুতপূর্ণ বক্তব্য রাখেন পৌর মেয়রের ছোট ভাই দৈনিক ইত্তেফাক-এর সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ সালেহ উদ্দিন,বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুদ,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল হোসেন মহালদার,মাওলানা আজিজুল হক প্রমূখ।এছাড়াও
সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো জনতা।
বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
অন্যতায় মাদকসেবী,মাদক ব্যবসায়ীসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের সিদ্ধান্ত নেয়ার পরামর্শ হয় উল্লেখিত সভায়।
উল্লেখ্য,৬ ডিসেম্বর শুক্রবার রাত ৮ টার দিকে পৌরসভার হাতুন্ডা গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব ছুরুক আলী মীরের ঘরে একদল দুর্বৃত্ত প্রবেশ করে ব্যাপক হামলা,ভাংচুর ও লুটপাট চালায়।এতে তাঁর ছেলে জেলা জজ কোর্টের আইনজীবী সিরাজ আলী মীর সহ পরিবারের কয়েকজন আহত হন।
হামলার খবর পেয়ে চুনারুঘাটের পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু ও থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাজমুল হক,ওসি(তদন্ত)চম্পক দাম সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Leave a Reply