বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারীসহ আটক ৫ নবীগঞ্জে শেখ হাসিনার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল চুনারুঘাটে সাবেক এমপির গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত ॥ অতঃপর ফাঁকাগুলি মাধবপুরে ভারতীয় শাড়িসহ ৩ কোটি টাকার চোরাই পন্য জব্দ লাখাইয়ে বিনামূল্যে বিতরণকৃত ধান-বীজ দোকানে রাখার দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা চুনারুঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সামাদ গ্রেপ্তার আদালতে হাজিরা দিলেন আরিফুল-গউছসহ ৭ জন আদালতে উপস্থিত না করায় ব্যরিস্টার সৈয়দ সুমনের রিমান্ড শুনানি হয়নি হত্যা চেষ্টা মামলায় ব্যরিস্টার সুমনের রিমান্ড শুনানি হবে আজ

হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে একমাত্র আলু ছাড়া কোনো সবজিই পাওয়া যাচ্ছে না ১শ টাকার নিচে। এতে সবজি কিনতে এসে হিমশিমে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তসহ সাধারণ ক্রেতারা। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজিতে ৪০০ টাকা। তবে কোনো কোনো বাজারে বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজি কাচা মরিচ বিক্রি করা হচ্ছে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। দাম বেড়েছে অন্যান্য সবজি গুলোরও। বর্তমান বাজারে শসা প্রতি কেজি ১১০, বেগুন ১২০, আলু ৬৫, পেঁপে ৬০, লাল শাক ৮০, বরবটি ১২০, মুখি ১০০, করলা ১১০, গাজর ২৫০, ঝিঙে ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম ছিল অর্ধেক। অনেক সবজির দাম আবার ৩ গুন বেড়েছে। সবজির পাশাপাশি হাঁস, মোরগের ডিম এবং মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে। বাজারে সবজির দাম উর্ধ্বমুখি হওয়ায় আগের মত বিক্রি নেই। সবজির দাম বেড়েই চলেছে। এতে করে সবজির সরবরাহ অনেকটাই কমেছে। সবজির দাম বাড়ায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা। বিশেষ করে নিম্নআয়ের মানুষজন বেশি বেকায়দায় পড়েছেন। তারা বলছেন, সবজির দাম ঊর্ধ্বমুখীর কারণে চাহিদামতো কিনতে পারছেন না। প্রতিনিয়ত হিমশিম পোহাতে হচ্ছে তাদের। শায়েস্তানগরের ব্যবসায়ীরা বলেন, বাজারে যে সবজি ওঠে, তার বেশিরভাগই স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বাজারে সবজি সরবরাহ অনেকটাই কম। এ ছাড়া সবজি আনতে পরিবহন খরচ বেড়েছে। তাই দাম বাড়তির দিকে। সবজির দাম আরও বাড়তে পারে। বেশি দামে সবজি কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com