স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে এক মোটর চালক নাঈম মিয়া (২২) নিহত ও অপর সঙ্গী মামুন মিয়া আহত হয়েছেন। নিহত নাঈম শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের হান্নান মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১১ টার দিকে নাঈম ও তার অপর সঙ্গী মামুন মিয়া মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন। তারা দেউন্দি সড়কের ফরিদপুরের ব্রীজের নিকট পৌছুলে একটি বাইসাইকেলের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে পড়ে গিয়ে মোটর সাইকেল চালক নাঈম মিয়া ও তার সঙ্গী মামুন মিয়া আহত হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। জানা যায়, আজ সোমবার তার বোনের বিয়ের দিন ধার্য্য ছিলো। বাড়ি ঘরে ছিলো আনন্দ উল্লাসে ভরপুর। এক ফাঁকে নাঈম তার বন্ধুকে নিয়ে মোটর সাইকেল দিয়ে ঘুরতে যায়। এরই মাঝে দুর্ঘটনা কবলিত হয়ে নাঈম মারা যায়। এ খবর তাদের বাড়িতে পৌছুঁলে ওই বাড়ির লোকজনের আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হয়।
Leave a Reply