স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর গোলচত্ত্বর থেকে ৩ কোটি ২০ লাখ টাকার উন্নত মানের ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি। গত সোমবার বিকালে হবিগঞ্জ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার একটি কার্ভাড ভ্যানে তল্লাশী চােিয় উল্লেখিত পিস শাড়ি কাপড় জব্দ করে। পরে জব্দকৃত মালামাল কাষ্টম অফিসে জমা দেয়া হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন নামাদামী কোম্পানীর কাভার্ডভ্যান দিয়ে চোরাকারবারিরা ভারতীয় শাড়ি, ত্রিপিছ, কসমেটিকস ও মাদক পাচার করে আসছে। প্রতিনিয়তই এসব মালামাল উদ্ধার করলেও তাদের দমন করা যাচ্ছে না। তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে বিজিবির অধিনায়ক জানান, অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply