স্টাফ রিপোর্টার ॥ দেশে বছরে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ৪ হাজার ৭৯১ জন নারী। আর প্রতি ১ লাখে আক্রান্ত হন ১১ জন। বাংলাদেশে জরায়ুমুখ ক্যান্সারের হার দিন দিন বেড়েই চলেছে। এ রোগের চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল। এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. কলিম উল্লাহ সিকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ দিব্যেন্দু রায় রাজীব ও মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ শরীফ মো. সানজিদ জামান। সভায় জানানো হয়, জেলায় ১ লাখ ১৮ হাজার ৯৯৬ নারীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দানের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা দেয়া হবে। ২৪ অক্টোবর থেকে এ কার্যক্রম বছরব্যাপী চলমান থাকবে।
Leave a Reply