নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকটে মোঃ আবু জাহির এমপি বলেছেন, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই যে কোন এলাকার অগ্রগতির স্বার্থে আগে আইন-শৃংখলা নিশ্চিত করা প্রয়োজন। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কমিউনিটি পুলিশিং। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে (২৬ অক্টোবর) শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, জেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সদর থানা। সদর থানার অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে কাজে লাগানো জরুরী। এছাড়াও আঞ্চলিক দাঙ্গা রোধে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়- হবিগঞ্জে এক বছরে মামলা কমেছে ৬০৯টি। পুলিশ বিকল্প বিরোধ নিস্পতিতে গুরুত্বারোপ এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণে এটি সম্ভব হয়েছে। পাশাপাশি মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে জেলা পুলিশ ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, ভিপি জিপি অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান,
বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী এবং পুলিশের সাথে কাজ করা দক্ষ কর্মীদেরকে পুরস্কৃত করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় হবিগঞ্জ পুলিশ লাইনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ্ নেওয়াজ মিলাদ গাজী।
Leave a Reply