সেবা ডেস্ক: অন্যান্য বছরের মত ১০০ জন প্রশিক্ষণার্থীকে নামমাত্র খরচে বিশেষ প্রকল্পে কম্পিউটার প্রশিক্ষনের সুযোগ দিচ্ছে । মাত্র ১০০০ টাকায় অফিস ম্যানেজমেন্ট /গ্রাফিক্স ডিজাইন/ পিসি হার্ডওয়্যার মেইনটেন্যান্স এবং ২০০০ টাকায় ওয়েব ডিজাইন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে ২৫ রমজান পর্যন্ত। স্মার্ট, ডায়নামিক এবং আপডেটেড হওয়ার জন্য এটি একটি ভালো সুযোগ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত প্রতিষ্ঠান নাছিমা এনাম ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের ওপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে।আইসিটি ক্যারিয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত প্রেস রিলিজ থেকে জানা যায়, আইসিটি ক্যারিয়ার অন্যান্য বছরের মত ১০০ জন প্রশিক্ষণার্থীকে নামমাত্র খরচে বিশেষ প্রকল্পে কম্পিউটার প্রশিক্ষনের সুযোগ দিচ্ছে । মাত্র ১০০০ টাকায় অফিস ম্যানেজমেন্ট /গ্রাফিক্স ডিজাইন/ পিসি হার্ডওয়্যার মেইনটেন্যান্স এবং ২০০০ টাকায় ওয়েব ডিজাইন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে ২৫ রমজান পর্যন্ত।
প্রশিক্ষনে থাকবেঃ বেসিক কম্পিউটার , ইন্টারনেট এর খুঁটিনাটি ব্যবহার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার- সফটওয়্যার ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স।
নাছিমা এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইসিটি ক্যারিয়ার এর মিডিয়া কনসালটেন্ট, তথ্যপ্রযুক্তি সংগঠক, সাংবাদিক এহছান খান পাঠান বলেন, ’তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরির কোন বিকল্প নেই। আমাদের সীমিত সামর্থ্যে আমরা আগ্রহী ১০০ জনকে নামমাত্র মূল্যে প্রশিক্ষণের এ উদ্যোগ নিয়েছি।
উল্লেখ্য অফিস ম্যানেজমেন্ট /গ্রাফিক্স ডিজাইন/ পিসি হার্ডওয়্যার মেইনটেন্যান্স/ বেসিক ওয়েব ডিজাইন/পিএইচপি/ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট/ নেটওয়ার্কিং/অটোক্যাড/ একাউন্টিং সফটওয়্যার ট্যালি/ থ্রিডি স্টুডিও ম্যাক্স/ স্কেচ আপ/ ৬ মাস মেয়াদী ডিপ্লোমা/১ বছর মেয়াদী ডিপ্লোমাসহ অন্যান্য কোর্সে প্রশিক্ষণ দেয় আইসিটি ক্যারিয়ার ।
বিস্তারিতঃ আইসিটি ক্যারিয়ার (১৩৫, নিচতলা), কনকর্ড এম্পরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা। ০১৭১২৯১১৫৬৯,০১৬২৬০৩২৭৭১
Leave a Reply