” প্রেম মানেনা কোন বাধঁন, জাত, ধর্ম, বর্ণ ” প্রেম অবুঝ,, আর অবুঝ প্রেমের সরলতা নিয়ে অনেকেই চলনা ও মায়াবী ভালবাসা দেখি নোংরামিতে আবদ্ধ হচ্ছেন। যুগযুগান্ত থেকেই পেয়ে এসেছে প্রেম আর প্রেমের মধুর লগ্ন। জাত, ধর্ম ত্যাগ করে প্রেমিককে বিশ্বাস করে মাতা- পিতা সবাইকে ছেড়ে প্রেমিকের হাত ধরে প্রেমিকের বাড়িতে আসা। অনেক পরিবারে মেনে নেয়,, অনেকে আবার মেনে নিতে চায়না,, অনেকে মেনে নিলেও মন থেকে মেনে নেন না,, পারিবারিক যন্ত্রণা সহ্য করেও পরিবারের সবার সাথেই মিলেমিশে থাকেন। কলিহতজীব,, বর্তমানে প্রেমের ধারণ পাল্টে যাচ্ছে। ডিজিটাল যুগের ডিজিটাল প্রেম। এখনকার প্রেমে আবরণ বেশি। অনেক কিছু লুকিয়ে থাকে। লুকানো প্রেমের মাঝেও আসল প্রেম পাওয়া যায়। কিন্তু খুব কম। যে প্রেম দ্বাপরযুগে শ্রীকৃষ্ণ ও রাধিকা করে ছিলেন সেই প্রেমের মাধুর্য্য সত্যিকার প্রেম আর এই ভুবনে পাওয়া যাবে কী? সম্প্রতিক সময়ে প্রেম ভালবাসার নামে চলছে নোংরামি ও যৌনউন্মাদ “। কাম লালসায় উন্মাদে সত্যিকারের প্রেম ভালবাসা পাওয়া খুব কঠিন হয়ে দাড়িয়েছে। সেলেব্রেটি প্রেমিক- প্রেমিকারা টাইমপাস প্রেম করেন। যেমন – একটা করে কদিন পর এটা ছেড়ে অন্য আরেকটা প্রেম করেন। আবার একসাথে ৩/৪টা প্রেমও চলে। কদিন আনন্দপূর্তি করে ছেড়ে দেওয়া এখনকার প্রেম ভালবাসা। সম্প্রতিক বিভিন্ন গনমাধ্যমে দেখা যাচ্ছে ফিল্মি স্টাইলে অপরাধে ঝুঁকছে উঠতি বয়সের যুবসমাজ। সিক্স -সেভেন পড়ুয়া ছাত্রছাত্রীরাও প্রেম প্রেম খেলায় মাতোয়ারা। পড়াশোনায় মন না দিয়ে ভ্রাম্যমাণ যন্ত্র (মোবাইল ফোন)ব্যবহার। মগজ ধুলাই করছে ইন্টারনেট দুনিয়ায়। ফলে ধংসের পথে এগুছে তরুণ সমাজ। টাইমপাস, যৌনউন্মাদ ও মায়াবী চলনার প্রেম ত্যাগ করে সত্যিকারের প্রেম করুণ,, যাতে মাধুর্য্য থেকে,, এ প্রেমে কোনো নোংরা ভাব যাতে না থাকে ,, পরিবারে সম্মতিক্রমে যাহার সাথে প্রেম করবেন তাকেই বিয়ে করুণ,, এবং অবাধ চলাফেরা থেকে বিরত থাকুন।
লেখক
শংকর শীল
চুনারুঘাট/হবিগঞ্জ।
তারিখঃ ০৮.০১.২০২০ইং
Leave a Reply