শনিবার, ২৩ মার্চ ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে পেঁয়াজের বস্তায় মিললো ৫ কেজি গাঁজা: যুবক গ্রেপ্তার বোরকা পরিহিত নারীর বিশেষ স্থান থেকে গাঁজা উদ্ধার : গ্রেফতার ৪ মিরপুরে ভয়াবহ আগুন ১৪টি দোকান পুড়ে ছাই হত্যার ২৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস সহ চুনারুঘাটের ৩ উপপরিদর্শক আর্থপিডিয়া কর্তৃক সিভি লেখা ও চাকুরির ইন্টারভিউ ওয়ার্কশপ” নামক কর্মশালা অনুষ্ঠিত আজ চুনারুঘাট ব্যারিস্টার সুমন এমপি’র তারণ্যের সমাবেশ ॥ মাধবপুরে খাল পরিস্কার শুরু করলেন ব্যারিস্টার সুমন এমপি হবিগঞ্জের ইতিহাসে আজ কলঙ্কের ২৭ জানুয়ারি শায়েস্তাগঞ্জে রেলের জায়গা দখল নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা

ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু আজ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৩৩৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। আজ ভারতের ১৮টি রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। সাত দফায় প্রায় ৯০ কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ফলাফল ২৩ মে।
ভারতের পশ্চিমবঙ্গের দুটি আসন কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভোটগ্রহণ হচ্ছে। এই দুটি আসনেও কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোট। শেষ হবে ৬টায়।
লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ রাজ্য ও সিকিমে বিধানসভার ভোটগ্রহণ হবে। এ ছাড়া ওডিশা রাজ্যের কিছু আসনেও বিধানসভার ভোট হবে আজ।
হেভিওয়েট নেতাদের মধ্যে যাদের ভাগ্য নির্ধারিত হবে তাঁরা হলেন, পাঁচ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি, (নাগপুর) কিরেন রিজিজু (অরুনাচল পশ্চিম), জেনারেল ভি কে সিং (গাজিয়াবাদ), সত্যপাল সিং (ভাগপত) এবং মহেশ শর্মা (গৌতমবুদ্ধ নগর)। রাষ্ট্রীয় লোকদল প্রধান অজিত সিং এবং তাঁর ছেলে জয়ন্ত চৌধুরীও আজ জনরায়ের মুখে।

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের ৮০ আসনের মধ্যে আট আসনে ভোটগ্রহণ চলছে। এখানে বিজেপির সঙ্গে সমাজবাদী পার্টি (এসপি) ও বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) তীব্র লড়াই হবে।

পশ্চিমবঙ্গে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট। কোচবিহারে ২ হাজার ১০টি কেন্দ্রে ভোট শুরু হয়েছে। এই বুথের মধ্যে ১ হাজার ২৫৩টি বুথ স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব বুথে নিয়োগ করা হয়েছে ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর বাকি ৮৫৭টি বুথে নিয়োগ করা হয়েছে সশস্ত্র পুলিশ।

আলিপুরদুয়ার কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে ১ হাজার ৮৩৪টি বুথে। এর মধ্যে ৫৪৪টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এখানে নিয়োগ করা হয়েছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে এক হাজার ২০টি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। বাকি ৮১৪টি বুথে থাকছে সশস্ত্র পুলিশ।

পশ্চিমবঙ্গে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন প্রার্থী। এর মধ্যে রয়েছে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, বাম দল ফরোয়ার্ড ব্লক, আরএসপিসহ কয়েকটি ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীরা। মূলত এই দুটি আসন বাম দল ফরোয়ার্ড ব্লক এবং আরএসপির দখলে ছিল। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আসন দুটি চলে যায় তৃণমূলের হাতে।

আলিপুরদুয়ার আসনে উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে রয়েছেন, তৃণমূলের দশরথ তিরকে, বিজেপির জন বারলা, আরএসপির মিলি ওরাওঁ এবং কংগ্রেসের মোহনলাল বসুমাতা প্রমুখ। আর কোচবিহার কেন্দ্রের উল্লেখযোগ্য প্রার্থী হলেন, তৃণমূলের পরেশ চন্দ্র অধিকারী, বিজেপির নিশীথ প্রামাণিক, ফরোয়ার্ড ব্লকের গোবিন্দ রায়, কংগ্রেসের পিয়া রায় চৌধুরী প্রমুখ। এই দুটি কেন্দ্রে রয়েছে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস। রয়েছেন প্রচুর চা শ্রমিক।
সুত্রঃ প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com