রায়হান আহমেদ:-সারা দেশের ন্যায় চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ মার্চ) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
এ উপলক্ষে ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি, শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ এবং মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তি মেলা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকগণ, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply