স্টাফ রিপোর্টার: মাধবপুরে একটি বাসার মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মাধবপুর ব্রাহ্মনবাড়িয়ার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মাধবপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার রৌশন চৌধুরীর সঙ্গে বেজুড়া গ্রামের গেদু মিয়ার একটি বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গেদু মিয়ার লোকজন বাসা গিয়ে রৌশন চৌধুরীকে তাদের জায়গা বুজিয়ে দিতে চাপ দিলে রৌশন চৌধুরীর সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনই উত্তেজিত হয়। পড়ে ২ পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। গেদু মিয়ার চাচাত ভাই জসিম মিয়া জানান, ২০১৫ সালে রৌশন চৌধুরী থেকে গেদু মিয়া বিল্ডিংসহ ৩ শতক জায়গা ক্রয় করে। কিন্তু রৌশন চৌধুরী জায়গা বুজিয়ে দিচ্ছিল না। বিষয়টি নিয়ে মামলা মোকদ্দমা হয়। মামলায়ও গেদু মিয়া রায় পায়। বুধবার সন্ধ্যায় বাসায় গিয়ে রৌশন চৌধুরীকে জায়গা বুজিয়ে দিতে চাপ দিলে এই নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান, আনোয়ার মিয়া, মিজান মিয়া, মোখলেছুর রহমানকে ব্রাহ্মনবাড়িয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply