ডেস্ক রিপোর্ট: সারাদেশের সব সড়ক-মহাসড়কের মধ্যে থাকা বিপদজনক বৈদ্যতিক খুঁটি দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
পরে আদেশের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার সুমন জানান, দ্রুত সময়ের মধ্যে বিপদজনক এসব খুঁটি সরাতে হবে। তবে তা অবশ্যেই ৬০ দিনের বেশি হবে না।
Leave a Reply