মোঃ মাসুদ আলম চুনারুঘাট: চুনারুঘাটে সূর্যমুখী রবি শস্য ফলন ভাল হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এ বছর চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় সব-কটি ইউনিয়নেই এ ফসলের চাষ হচ্ছে। উপজেলায় এ বছর ২০৫ হেক্টর জমিতে রবি শস্যের অন্যতম ফলন সূর্যমুখী চাষাবাদ হচ্ছে। সব মিলিয়ে এ বছর সূর্যমুখীর বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা। ফসল উত্তোলনের বাকী সময়টুকু প্রকৃতি অনুকূলে থাকলে ৩৫০ থেকে ৪০০ মেঃটন বীজ উৎপাদনের লক্ষ মাত্রা রয়েছে বলে জানান চুনারুঘাটের নবাগত কৃষি কর্মকর্তা রমজান আলী হায়দার। উল্লেখ্য চুনারুঘাটের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার এ ফলনের বীজ ও সার কৃষকের মাঝে বিতরন করে কৃষকদের উৎসাহিত করেছিলেন। বর্তমানে এ ফলনে কোন ধরনের পোকা মাকড়ের আক্রমণ নেই জানালেন কৃষি কর্মকর্তা রমজান আলী।
Leave a Reply