বিনোদন ডেস্কঃ খল নায়ক হিসেবে ঢাকাই ছবিতে নিজের একটি শক্ত অবস্থান গড়ে নিয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল। একটা সময় ছবির ভিলেন মানেই ডিপজল। একজন সফল অভিনেতার বাইরেও তিনি একজন প্রযোজক।
এবার তার নামের পাশে বসতে যাচ্ছে আরও একটি উপাধি। সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। অনেকদিন আগেই ডিপজল ঘোষণা দিয়েছিলেন তার প্রযোজনায় তিনটি সিনেমা আসছে। সেই সিনেমাগুলোই তিনি নিজে পরিচালনা করবেন।
জিপজল জানিয়েছেন, তিনটি সিনেমাই আমি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করবো। এরমধ্যে একটি ছবির কাজ আগামী ১২ নভেম্বর শুরু করতে যাচ্ছি। কক্সবাজারে কয়েকটি গান, অ্যাকশন ও অন্যান্য দৃশ্যের শুটিং শেষে চলতি মাসের শেষের দিকে ঢাকায় আবার শুটিং শুরু হবে।
জিপজল আরও বলেন, অনেক ভেবেচিন্তে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। সিনেমার নাম এখনও চূড়ান্ত করিনি। সাইমন সাদিক নায়ক হিসেবে অভিনয় করবেন এটা নিশ্চিত। বাকী শিল্পীদের নাম পরে জানাবো। গল্পনির্ভর ভালো মানের সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।
সুত্রঃ বাংলাদেশ জার্নাল
Leave a Reply