শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদক মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গতকাল ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের কাজীগাঁও গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার সদর ইউনিয়নের কাজীগাঁও গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলায় দেড় বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দুই হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি লাকসু মিয়া (২৯) কে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল গতকাল সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুতাং বাজারে অভিযান চালিয়ে পুলিশ এসল্ট মামলার আসামি ও নারীদের উত্ত্যক্তকারী মো. সুজন মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুইটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply