মিশিগান সংবাদদাতা : আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি স্থাপিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে ১৬ আগস্ট সন্ধ্যায় হ্যামট্রাম্যাক শহরের বাংলাদেশ অ্যাভিনিউয়ে (কনান্ট স্ট্রিট) পাথরের তৈরি ৯ ফুট লম্বা ও ৫ ফুট প্রশস্ত এই ম্যুরাল উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসওমেন ব্রেন্ডা লরেন্স। বিশেষ অতিথির বক্তব্য দেন ৯ ডিস্ট্রিক্টের মিশিগান স্টেট সিনেট সদস্য পল ওজনো ও ২৮ ডিস্ট্রিক্টের হাউস অব রিপ্রেজেনটেটিভ লরি স্টোন।
শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রতিকৃতিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহ্বায়ক এ কে এম তারিকুল হায়দার চৌধুরী।
মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি সিনিয়র সদস্য মো. রিয়াজুল লস্কর, মিশিগান আওয়ামী লীগের সভাপতি আবদুস শাকুর, মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী, মিশিগান ১৪ ডিস্ট্রিক্টের কংগ্রেসওমেন ব্রেন্ডা লরেন্স, ৯ ডিস্ট্রিক্টের মিশিগান স্টেট সিনেট সদস্য পল ওজনো ও ২৮ ডিস্ট্রিক্টের হাউস অব রিপ্রেজেনটেটিভ লরি স্টোন।
তারিকুল হায়দার চৌধুরী বলেন, ‘মিশিগান স্টেট যুবলীগ অত্যন্ত শক্তিশালী সংগঠন। সাবেক ছাত্রলীগের নেতারাই মিশিগান স্টেট যুবলীগের নেতৃত্ব দিচ্ছেন। আমরা যুক্তরাষ্ট্র যুবলীগ অত্যন্ত গর্বিত যে আজ আমেরিকার মাটিতে প্রথম বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপিত হলো।’
মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী বলেন, ‘অবশেষে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিল। বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি শুধু আমাদের স্বপ্নই পূরণ করবে না, বাঙালি অধ্যুষিত মিশিগান অঙ্গরাজ্যে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের কাছে ইতিহাস শিক্ষার অন্যতম বাহন হবে এই প্রতিকৃতি।’
মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ বলেন, ‘আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে, আমরা খুবই আনন্দিত। এ ভাস্কর্যের মাধ্যমে আমেরিকায় জন্ম বা বেড়ে ওঠা বাংলাদেশি ও আমেরিকার অন্যান্য জাতিগোষ্ঠী বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় কর্মজীবন সম্পর্কে জানবে। এ জন্যই আমাদের এ উদ্যোগ।’
মিশিগান স্টেট সেক্রেটারি শেখ বদরুদ্দোজা বলেন, ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধুর গৌরবময় ইতিহাস এবং ঐতিহ্যকে বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে যুবলীগ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এখানকার নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এর আগে মুক্তিযোদ্ধা সম্মাননা ও বিজয় দিবসের ম্যাগাজিন প্রকাশ করে যুবলীগ। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা। মিশিগান স্টেট যুবলীগের সদস্যদের পরিশ্রম আজ সফল হয়েছে। এ জন্য মিশিগানে বসবাসরত মুক্তিযুদ্ধের সপক্ষের সবার সাহায্য সহযোগিতা মিশিগান স্টেট যুবলীগ কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে।’
আরও বক্তব্য দেন মিশিগান মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবুল হোসেন, হারুন আহমদ, মুক্তিযোদ্ধা মঞ্জুর খান, মোস্তফা আল্লামা, মিশিগান আওয়ামী লীগের সাবেক সভাপতি খলকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, সহসভাপতি খাজা শাহাব আহমদ, সালেহ আহমদ, মাসুদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আবদুল বাছিত, মিশিগান স্টেট আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসের খান, যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম সদস্য মো. রিয়াজুল লস্কর, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক সাবুল হোসেন, ধর্ম সম্পাদক শাহিদ মামুন, সহপ্রচার সম্পাদক সাদ আহমদ, সিনিয়র সহসভাপতি সৈয়দ সালেক আহমদ, সহসভাপতি মো. মোমেন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, অর্থ সম্পাদক কবির আহমদ শাহরিয়ার, দপ্তর সম্পাদক মকুল খান, উপদপ্তর সম্পাদক জনি দেব, মহিলা সম্পাদিকা মেরী বৈরাগী, প্রচার সম্পাদক তাহমিদ খান, উপপ্রচার সম্পাদক আবেদ মনসুর, সাংস্কৃতিক সম্পাদক রুম্মান আহমদ, ক্রীড়া সম্পাদক রাজ রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মিলাক মারচেন্ট, শিক্ষাবিষয়ক সম্পাদক সুমন আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী, ত্রাণ সম্পাদক কামরুল হক, সমাজকল্যাণ সম্পাদক হৃদয় আহমদ, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক সেবুল আহমদ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আহমদ আলী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিমেল দাস, ধর্ম সম্পাদক শাহরিয়ার হোসেন, সহসম্পাদক আহমেদ আল সুফিয়ান, সহসম্পাদক দোলন আহমদ, সহসম্পাদক মো. আনোয়ার হুসেন, সদস্য মো. আলী, আমীরুল ইসলাম, কুদরত ইসলাম, গৌতম দেব, কাজী মামুন, লিওনার্ড ভিক্টর, জিল্লুর রহমান, রুহুল আমীন, আবু তাহান, ফাহিম আহমদ, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কবির আহমদ, সদস্যসচিব ফয়সল আহমদ চৌধুরী, যুগ্ম সদস্যসচিব রুহুল আমীন, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মামুন, সিনিয়র সদস্য ইমরান এইচ নাহিদ, হাসিন হাসনাত, রেজাউল হাসান, আহমেদ ইকবাল খান, আরিফ আরমান, শুভন আহমদ, রাফাত আহমেদ খান, মাহিন হাসান, রুহেল আহমদ, জহিরুল তান্নু প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি রঙিন পাথর আর অসাধারণ শৈল্পিক শৈলীর কারণে নান্দনিক রূপ নিয়েছে। প্রতিকৃতিটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮ হাজার ডলার। দলের নেতা-কর্মীরা এ অর্থের জোগান দিয়েছেন
Leave a Reply