সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে উপদেষ্টা ফরুক ই আজম বীর প্রতীক ॥ সত্যিকারের মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে চেষ্টা করা হবে শহরে যুবককে ছুরিকাঘাত বন্যায় হবিগঞ্জে ১৬৯ কিলোমিটার রাস্তা ও ৬টি ব্রীজ ক্ষতিগ্রস্থ ॥ মেরামত করতে খরচ হবে ১৪১ কোটি ৪৬ লাখ টাকা হবিগঞ্জ মেডিকেল কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ কার্যালয়ে তালা বানিয়াচঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ॥ ভাইয়ের হাতে ভাই খুন জেলা বিএনপির দোয়া মাহফিলে জিকে গউছ ॥ শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই বিএনপিকে ধ্বংস করতে পারেনি হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার রেজাউল হক খানের যোগদান চুনারুঘাটে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ৩ দাঙ্গাবাজ কারাগারে নুরপুরে ত্রাণ বিতরণকালে জিকে গউছ ॥ যারা অন্যের সম্পদ লুন্ঠন করে তারা দুস্কৃতিকারী, তারা সন্ত্রাসী নবীগঞ্জে যুবক খুন

চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে দুবাই প্রবাসী মরহুম শহীদের পরিবারকে ৬৩,৯৬০ টাকা আর্থিক অনুদান প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪০৫ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে মরহুম প্রবাসী আঃ শহীদের পরিবারকে ৬৩ হাজার ৯শ’ ৬০ টাকা আর্থিক অনুদান তুলে দেয়া হয়েছে। গত ১লা জুলাই সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলার চেগানগর গ্রামের মরহুম শহিদের পরিবারের কাছে টাকা হস্তান্তর করেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা কে এম মুজিবুর রহমান ও পরিচালনা করেন অন্যতম প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ তুষার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মালেক মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-১নং গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর নূর, ৯নং রাণীগাঁও ইউনিয়নের পৃষ্ঠপোষক নাসির উদ্দিন চৌধুরী, ১নং গাজীপুর ইউনিয়ন শাখার পৃষ্টপোষক রুবেল আহমেদ, অন্যতম প্রতিষ্ঠাতা ও চুনারুঘাট পৌর শাখার আহব্বায়ক মোঃ হাবিবুর রহমান, অন্যতম প্রতিষ্ঠাতা ও পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, অন্যতম প্রতিষ্ঠাতা ও ৬নং ইউপির ১ম যুগ্ন আহবায়ক আবদাল আহমেদ শুভ ও যুগ্ন আহব্বায়ক সাব্বির লস্কও, চুনারুঘাট পৌর শাখার যুগ্ন আহবায়ক নবীর হোসেন সর্দার, সিরাজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান ও এ কে কাজল, ১নং গাজিপুর ইউপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, বশির আহমেদ রোমান, মাওলানা আবুল বাসার জামাল, আলমগীর খাঁন, মাওলানা আঃ সালাম, ৩নং দেওরগাছ ইউনিয়নের যুগ্ন আহবায়ক ফয়সাল আহমেদ রাসেল, রিপন মিয়া সহ আরো অনেকে। উল্লেখ্য, গত ১৪ মে দুবাইতে কর্মরত অবস্থায় উচ্চরক্তচাপের কারণে আব্দুল শহীদ মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের চেগানগর গ্রামের বাসিন্দা। আব্দুল শহিদ দীর্ঘদিন ধরে আবুধাবীতে কর্মরত ছিলেন। এ প্রসঙ্গে চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের আহবায়ক মোস্তাফিজুর রহমান রউফ জুয়েল বলেন, প্রবাসে অবস্থানরত চুনারুঘাট উপজেলার যেকোনো প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি এদেশের সকল অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার জন্য চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতিজ্ঞাবদ্ধ। চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের প্রথম যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া বলেন গত ১২ই জুন ২০২০ শুক্রবার রাত ৮ঘটিকায় চুনারঘাট প্রবাসী সামাজিক সংগঠন ও চুনারঘাট প্রবাসী কল্যাণ পরিষদ এর যৌথ সহযোগিতায় মৃতদেহটি দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা দেশ ও প্রবাসের সদস্যরা সব সময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি।
মরহুম আব্দুস শহীদ এর পরিবারকে যারা আর্থিক অনুদান দিয়ে সহায়তা করেছেন তারা হলেন-চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের-শামীম ভূইয়া, সুহেল, জমির আলী, ফরিদ,শিপন খাঁন, ইয়াকুব, মোঃ কামাল, মোহাম্মদ আলী, আলমগীর, মোস্তাফিজ, শাহ জাবেদ, আলমগীর, নোমান মিয়া, শাহিন মিয়া, কবির মিয়া, সজল মিয়া, ছমির হুসেন, মামুন, মহিউদ্দিন, স্বপন মিয়া, আব্দুস শহীদ, মিজানুর রহমান, নোমান, কামরুল, রাসেল, আব্দুল হান্নান, আওয়াল, হাবিব মুন্সি, আবু জায়েদ, জামাল, সাজু, নোমান, ছাদেক, ফয়সাল, মকসুদ, জাবেদ, এখলাছ, রিপন, আফজল, আব্দাল, জুবায়েদ, আব্দুর রহমান, ইদ্রিস মিয়া, জাহাঙ্গীর, শেখ শিবলু ও জামাল খাঁনসহ নাম প্রকাশে অনিচ্ছুক একজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com