শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার প্রচারণা সভায় সিভিল সার্জন নুরুল হক ॥ হবিগঞ্জ জেলায় ১ লাখ ১৯ হাজার ৯৯৬ কিশোরীকে দেয়া হবে এইচপিভি টিকা ॥ টিকা পাবেন ১০ থেকে ১৪ বছর বয়সীরা হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম হবিগঞ্জে ধানক্ষেত থেকে মাথা বিচ্ছিন্ন চা শ্রমিকের লাশ উদ্ধার পূজা মন্ডপ পরিদর্শনকালে এনামুল হক সেলিম ॥ হবিগঞ্জ জেলায় কোন সংখ্যা লঘু বা সংখ্যাগুরু নাই, সকলেই আমরা বাংলাদেশী হবিগঞ্জের ৬৪৩ মণ্ডপে দূর্গোৎসব শুরু মাধবপুরে কাভার্ড ভ্যান থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ প্রথমবারের মতো প্রকাশ্যে হকৃবি’র বাজেট ঘোষণা ॥ স্বচ্ছতা ও বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ চুনারুঘাটে ২৯ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

হবিগঞ্জে মাদক মুক্ত করতে এসপির তত্বাবধানে মাদকের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান আটক ৭

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৮২ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার তত্বাবধানে মাদক বিরোধী অভিযানে জেলার বিভিন্ন উপজেলায় গাজাঁ, ইয়াবা, ফেন্সিডিলসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৬ আগস্ট পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে শায়েস্তাগঞ্জ অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসআই তরুণ ও এএসআই ছিদ্দিকসহ একদল পুলিশ উপজেলার ওলিপুর সিটি পার্ক এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৪২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয় । গ্রেফতার কৃতরা হলেন, নিজামপুর ইউনিয়নের ছোট জয়রামপুর প্রকাশিত কান্দি গাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মান্নান (৪৩) ও শৈলজুড়ার সাজিদ উল্ল্যার ছেলে নিজাম উদ্দিন (২৮)। এ তথ্য নিশ্চিত করে ওসি মোজাম্মেল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অঙ্গিকার নিয়ে টিম শায়েস্তাগঞ্জ মাঠে রয়েছে। এসপি স্যারের সার্বিক সহযোগীতায় অল্প কিছু দিনের মধ্যেই উপজেলাকে মাদক মুক্ত করতে পারব ইনশাআল্লাহ। মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। মাদক ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে একই দিনে মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ ০১ জন, চুনারুঘাট থানায় ২ কেজি গাঁজাসহ ১ জন, লাখাই ১০ পিচ ইয়াবাসহ ২ জন, এছাড়া ১৫ আগস্ট রাতে মাধবপুরে ২৪ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার এবং আজমিরীগঞ্জে পরিত্যক্ত দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবিষয়ে পুলিশ সুপার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ কারণে মাদকের বিরুদ্ধে জেলার সকল ওসি জোরালো অভিযান পরিচালনা করছেন। যা অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন পুলিশ প্রধান ড. বেনজির আহমেদ, স্যারের নির্দেশে হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় মাদক সেবন-বিক্রি সমাজ থেকে মাদক নির্মূল করা হবেই। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে যে অভিযান চলছে তা অনেকাংশে সফল হয়েছে । মাদক স্পট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এছাড়া এর সঙ্গে জড়িতদের বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। মাদক বিরোধী কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদককে না বলি, সামাজিক সচেতনতা বৃদ্ধি করি। পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com