নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার তত্বাবধানে মাদক বিরোধী অভিযানে জেলার বিভিন্ন উপজেলায় গাজাঁ, ইয়াবা, ফেন্সিডিলসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৬ আগস্ট পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে শায়েস্তাগঞ্জ অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসআই তরুণ ও এএসআই ছিদ্দিকসহ একদল পুলিশ উপজেলার ওলিপুর সিটি পার্ক এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৪২ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয় । গ্রেফতার কৃতরা হলেন, নিজামপুর ইউনিয়নের ছোট জয়রামপুর প্রকাশিত কান্দি গাঁও এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মান্নান (৪৩) ও শৈলজুড়ার সাজিদ উল্ল্যার ছেলে নিজাম উদ্দিন (২৮)। এ তথ্য নিশ্চিত করে ওসি মোজাম্মেল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অঙ্গিকার নিয়ে টিম শায়েস্তাগঞ্জ মাঠে রয়েছে। এসপি স্যারের সার্বিক সহযোগীতায় অল্প কিছু দিনের মধ্যেই উপজেলাকে মাদক মুক্ত করতে পারব ইনশাআল্লাহ। মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। মাদক ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে একই দিনে মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ ০১ জন, চুনারুঘাট থানায় ২ কেজি গাঁজাসহ ১ জন, লাখাই ১০ পিচ ইয়াবাসহ ২ জন, এছাড়া ১৫ আগস্ট রাতে মাধবপুরে ২৪ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার এবং আজমিরীগঞ্জে পরিত্যক্ত দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবিষয়ে পুলিশ সুপার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এ কারণে মাদকের বিরুদ্ধে জেলার সকল ওসি জোরালো অভিযান পরিচালনা করছেন। যা অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন পুলিশ প্রধান ড. বেনজির আহমেদ, স্যারের নির্দেশে হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় মাদক সেবন-বিক্রি সমাজ থেকে মাদক নির্মূল করা হবেই। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে যে অভিযান চলছে তা অনেকাংশে সফল হয়েছে । মাদক স্পট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এছাড়া এর সঙ্গে জড়িতদের বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। মাদক বিরোধী কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদককে না বলি, সামাজিক সচেতনতা বৃদ্ধি করি। পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করি।
Leave a Reply