নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন আমেরিকা গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মো; কামরুল হাসান, বলেন, এখন আর সকাল বেলা পত্রিকার জন্য অপেক্ষা করতে হয় না, রাতেই অনলাইনে কয়েকটি পত্রিকা পড়া শেষ হয়ে যায়। অনলাইন নিউজের সংবাদ পড়ে সম্প্রতি ইটভাটাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনি সাংবাদিক তুহিন সাহেবের প্রশংসা করেন। পরিশেষে অনলাইন সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে আহব্বান জানান। (১৪ মার্চ) শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা প্রশাসককের বাসভবনে এ সভা অনুষ্টিত হয়।
অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম খোকনের সভাপতিত্বে সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি শেখ এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন জাবেদ, সহ সাধারন সম্পাদক মহসিন ছাদেক, প্রচার সম্পাদক নুর উদ্দিন সুমন, পাঠাগার ও দপ্তর সম্পাদক শাহ মামুনুর রহমান, লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি নিতেশ দেব প্রমূখ।
Leave a Reply