স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ৯। গ্রেফতারকৃতরা হল- নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৩৩) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলারউত্তরপাড়া এলাকার বাসিন্দা মোতালেব মিয়ার ছেলে মোঃ জসিম মিয়া (৩২)। গত ৪ জানুয়ারি দিবাগত গভীর রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করে র্যাব ৯। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত গাঁজার আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply