স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে একদল দূর্বৃত্ত কৃষক সেলিম আহমদের একটি সাজানো সবজি বাগান নির্বিচারে কর্তন করে নষ্ট করে দিয়েছে। জমিতে ফলানো লাউ, শসা, তরমুজসহ বিভিন্ন ফসলের গাছ গুলো নির্বিচারে কর্তন করা হয়েছে। এতে কৃষকের স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেছে। এমতাবস্থায় প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন কৃষক সেলিম। ঘটনাটি ঘটেছে গত ২৯ ডিসেম্বর রবিবার দিবাগত গভীর রাতে। ক্ষতিগ্রস্ত কৃষক সেলিম আহমদ জানান, এ ঘটনায় তিনিসহ হাজী মোস্তফা মিয়া পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সেনাবাহিনী ক্যাম্প নবীগঞ্জ-বানিয়াচং বরাবরে। এতে উল্লেখ করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের প্রভাবশালী লোকজন কর্তৃক সেলিম আহমদ ও তার আত্মীয় স্বজনসহ গ্রামের পূর্ব পাড়ার ৩০টি পরিবারকে গত ২২ ডিসেম্বর রাতে মাতব্বর এনামুল মিয়ার বাড়ীতে একটি মিটিং করে সমাজচ্যুত করে রেখেছেন ২টি গ্রুপের প্রভাবশালী মাতব্বরগন। এ ঘটনায় হতবাক ও নিরুপায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। সেলিম আহমদ আরো জানান, তাদের ৩০টি পরিবারকে সমাজচ্যুত করে রাখার কারনে গ্রামের রাস্তাঘাটে তারা চলাচল করতে পারছেন না এবং তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করতে ও যাতায়াতে বিঘ্নতার সৃস্টি হচ্ছে। এমনকি তাদের গবাদি পশুটা পর্যন্ত গ্রামের মাঠে অথবা রাস্তায় যেতে পারে না? এতে তাদেরকে এক ঘরে করে রাখায় এবং সবজি বাগান নির্বিচারে কর্তন করায় সেলিম আহমদ ও বিশিষ্ট মুরুব্বি হাজী মোস্তফা মিয়া সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
Leave a Reply