বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে রূপালি পর্দায় পা রাখেন চিত্রনায়িকা বুবলী। এরই মধ্যে দর্শকদের তারা উপহার দিয়েছেন ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘সুপার হিরো’, ‘পাসওয়ার্ড’সহ বেশ ক’টি ছবি।
এদিকে, শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি ‘বীর’-এ নায়িকা হিসেবে শুরুতে বুবলীর নামটি শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তার থাকা না থাকা নিয়ে গুঞ্জন ওঠে শোবিজ পাড়ায়।
শেষ পর্যন্ত শাকিব খানের সঙ্গেই জুটি বাঁধলেন বুবলী। রবিবার থেকে তিনি অংশ নিয়েছেন ‘বীর’-এর শুটিংয়ে।
বুবলী বলেন, ‘গতকাল (রবিবার) রাত পর্যন্ত “ক্যাসিনো”র শুটিং করেছি। আজ (সোমবার) সকাল ৮টা থেকে পূবাইলে “বীর”-এর শুটিং শুরু করেছি। যতদূর শুনেছি, এই ছবির শুটিং টানা হবে। এর মধ্যে সময় বের করে “ক্যাসিনো” কাজ শেষ করবো।’
গত ২৮ নভেম্বর ‘বীর’ ছবির শুটিংয়ে অংশ নেন চিত্রনায়ক শাকিব খান। এর আগে, প্রায় দেড় মাস অভিনয় থেকে দূরে ছিলেন এই চিত্রনায়ক। তিনি জানান, ছবির গল্পের প্রয়োজনেই নিজেকে তৈরি করতে তিনি এই সময় নিয়েছেন।
জানা গেছে, আগামী বছর ফেব্রুয়ারিতে শাকিব-বুবলীর ‘বীর’ মুক্তি পাবে। ‘বীর’ পরিচালনা করছেন কিংবদন্তি নির্মাতা কাজী হায়াৎ। এটি তার ৫০তম ছবি।
Leave a Reply