নিউজ ডেস্ক।। ফেসবুক ব্যবহারে আপনি কি সমস্যায় পড়েছেন? যদি পড়ে থাকেন তাহলে জেনে রাখুন এই সমস্যা শুধু আপনার একার নয়। সারাবিশ্বের অসংখ্য ফেসবুক ব্যবহারকারী একই সমস্যায় পড়েছেন। ফেসবুক স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার পর থেকে ফেসবুক ঢুকতে সমস্যা হচ্ছে বলে দেশের বিভিন্ন এলাকা থেকে জানিয়েছেন ব্যবহারকারী।
শারমিন রহমান নামে এক ব্যবহারকারী জানান, ফেসবুকে লগইন করা ছিলো, হঠাৎ করে মেসেঞ্জারে সমস্যা দেখা দেয়। রিলোড দিলে লগআউট হয়ে যায়।
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্যা ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ফেসবুক ব্যবহারকারীরা তাদের একই ধরণের সমস্যার কথা জানিয়েছেন।
ফেসবুক কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে, প্রযুক্তি বিশ্লেষকরা জানান, এটা কোন বড় সমস্যা না। তারা হয়তো তাদের ফিচার আপডেট করছে।
বাংলাদেশ সিভিলিয়ান ক্রিয়েটিভ আদিল হাসান বলেন, ফেসবুকে এ নতুন ফিচার আপডেটের জন্য এতে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। অল্প সময়ের মধ্যেই এটি ঠিক হয়ে যাবে।
সূত্র:আমার দেশ অনলাইন।
Leave a Reply