নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপির সাথে হেলিয়স হোল্ডিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক জাপানি এক মতবিনিময় করেন। (২৭নভেম্বর) বুধবার বানিয়াচং রাজবাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাওছারুল গণি, ব্যবসায়ী হাজ্বী হারুন মিয়া, বানিয়াচং রাজবাড়ির বিশিষ্ট মুরুব্বী দেওয়ান সুহেল রাজা প্রমুখ। এসময় এডভোকেট আবু জাহির এমপি বলেন. ঘুষ দুর্নীতি সেচ্ছাচারিতায় সরকার জিরো টলারেন্স। হবিগঞ্জ জেলার সবকটি থানাকে নতুন রূপে সাজানোর কথা বলেন তারা। চুনারুঘাট প্রসঙ্গে এমপি আবু জাহির বলেন, ইকোনমিক জোন ও বাল্লা স্থল বন্দর হলে চুনারুঘাট উপজেলা গুরুত্বপুর্ণ স্থানে পরিনত হবে। এবিষয়ে শিল্পপতিদের এগিয়ে আসতে ও আহবান জানান। মতবিনিময় শেষে ব্যবসায়ী হারুন মিয়ার বাসায় খাওয়া দাওয়া হয়।
Leave a Reply