শেখ মোঃ হারুনুর রশিদ।। চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৪শত পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে গত ১৪ ই সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ৪টায় তাদের আটক করা হয়। আটকৃতরা হল-নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের মৃত মতলিব উল্লার পুত্র মোঃ আদর মিয়া (৩৭), চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা গ্রামের আঃ সহিদ মিয়ার পুত্র মোঃ ফারুক মিয়া (৩২), ছুরত আলীর পুত্র রুয়েল মিয়া (৩৫)। থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ নাজমুল হক বলেছিলেন”হয় আমি থাকবো,না হয় মাদক ব্যবসায়ীরা থাকবে।সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে ও চুনারুঘাট উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে ওসি নাজমুল হক মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।সেই যুদ্ধে অংশগ্রহণকারী এএসআই ইমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বাল্লা রোডের প্রবেশ মুখ থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় আটকৃতদের দেহ তল্লাশী করে ৩ হাজার ৪০০ শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।যার বাজার মূল্য হবে আনুমানিক সাড়ে ১১ লাখ টাকা।এ ব্যাপারে ওসি নাজমুল হক জানান,মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।আটককৃত মাদক ব্যবসায়ীদের আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply