প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবহন শ্রমিকসহ ক্ষতিগ্রস্থদের মাঝে ডিসির- মানবিক সহায়তা
নুর উদ্দিন সুমন : মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিক ও অন্যান্য দুঃস্থ ভাসমান মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক। রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কর্মসূচি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় ১৩০ জন ক্ষতিগ্রস্থদের ৬৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশফিকা হোসেন, হবিগঞ্জ পৌরসভার বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহীদ উদ্দিন চৌধুরী, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজীব আলী ও জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply