নিজস্ব প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের ডিবি পুলিশ।মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দক্ষিণ জোনের অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র এর নেতৃত্বে এসআই শহীদুল ইসলামসহ একদল ডিবি পুলিশ বিশ্বনাথ থানা এলাকার লামাকাজী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অন্তর্গত মাহাতাব পুর সাকিন অর্থ সিলেট সুনামগঞ্জ মহাসড়কের উত্তর পাশ থেকে হাফিজুর রহমান (২৩)নামে এক মাদক ব্যবসায়ীকে ২০ বোতল ভারতীয় বিদেশী মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুর বিশ্বনাথ থানা দিন কাজির গাও গ্রামের আব্দুল আহাদের ছেলে । ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, চলমান সংকট মোকাবেলার পাশাপাশি মাদক উদ্ধার সহ যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সিলেট জেলা পুলিশ বিশেষ ভাবে তৎপর রয়েছে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই আবুল কালাম আজাদ বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। ডিবির ওসি আশীষ কুমার জানান, মাদক নির্মূলে পুলিশ সুপার স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। মাদক উদ্ধারের ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
Leave a Reply