শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে পেঁয়াজের বস্তায় মিললো ৫ কেজি গাঁজা: যুবক গ্রেপ্তার বোরকা পরিহিত নারীর বিশেষ স্থান থেকে গাঁজা উদ্ধার : গ্রেফতার ৪ মিরপুরে ভয়াবহ আগুন ১৪টি দোকান পুড়ে ছাই হত্যার ২৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেপ্তার হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস সহ চুনারুঘাটের ৩ উপপরিদর্শক আর্থপিডিয়া কর্তৃক সিভি লেখা ও চাকুরির ইন্টারভিউ ওয়ার্কশপ” নামক কর্মশালা অনুষ্ঠিত আজ চুনারুঘাট ব্যারিস্টার সুমন এমপি’র তারণ্যের সমাবেশ ॥ মাধবপুরে খাল পরিস্কার শুরু করলেন ব্যারিস্টার সুমন এমপি হবিগঞ্জের ইতিহাসে আজ কলঙ্কের ২৭ জানুয়ারি শায়েস্তাগঞ্জে রেলের জায়গা দখল নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা

মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় চুনারুঘাটের ওসিকে বঙ্গবন্ধু স্মৃতি সম্মাননা প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২৯১ বার পঠিত

নুর উদ্দিন সুমন : মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবধানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি সম্মাননা স্মারক পেলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক । এ মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সঙ্গে জনসেবামূলক কাজ ও মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবধানের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়। (২৮ আগস্ট) বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে এ পুরষ্কার প্রদান করা হয়। ওসি শেখ নাজমুল হকের অনুপস্থিতিতে তার পক্ষে পুরষ্কার গ্রহন করেন বঙ্গবন্ধু ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মঈনুর রশিদ চৌধুরী। এ সম্মাননা স্মারক তুলেদেন অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট রাজনীতিবীদ, নাট্যকার, চলচিত্র পরিচালক ও সাবেক উপমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, অর্থ মন্ত্রনালয়ের সচিব শহীদুল হারুন , বঙ্গবন্ধু গবেষনা পরিষদের সভাপতি ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার। অতিথিরা বলেন, দেশের বর্তমান এ মহামারীর মধ্যে জীবনের মায়া ত্যাগ করে নিষ্ঠার সাথে জনসেবামূলক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ওসিসহ সকল পুলিশ সদস্যরা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি শেখ নাজমুল বলেন, এসব তার নিত্য দিনের কাজ ও দায়িত্ব। মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে । মাদক সেবন থেকে নানা অপরাধের সৃষ্টি হয় যা আইন শৃংখলা রক্ষার ক্ষেত্রে মারাত্নক হুমকী। তাই আইন শৃংখলা রক্ষা করতে হলে আগে মাদককে দমন করতে হবে।তিনি মাদকের ব্যাপারে কোন তদবীর শুনেননি শুনবেনও না| তিনি বলেন, তাঁকে দিক নির্দেশনা, উৎসাহ উদ্দীপনা দিয়ে তার দায়িত্ব পালনে বিশেষ অনুপ্রেরণা যোগাচ্ছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। তাঁকে উপযুক্ত সহযোগিতা করে যাচ্ছেন তার সহযোদ্ধারা। তাই তার প্রাপ্ত সম্মান পুলিশ সুপার ও তার সকল সহকর্মীদের। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির কাছ থেকে পাওয়া এ সম্মাননা তার বিশাল প্রাপ্তি। এ প্রাপ্তিকে তিনি পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ও চুনারুঘাট থানার সকল পুলিশকে উৎস্বর্গ করেন। নির্বাহী পরিচালক হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ, নাট্যকার, চলচিত্র পরিচালক ও সাবেক উপমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রনালয়ের সচিব শহীদুল হারুন , বঙ্গবন্ধু গবেষনা পরিষদের সভাপতি ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এইচ এম মেহেদী হাসান, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির চেয়ারম্যান সেলিনা আক্তার, বঙ্গবন্ধু ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঈনুর রশিদ চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com