হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে নতুন করে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা থেকে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে এই তথ্য জানা গেছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ ও ১৫ জুন আক্রান্তদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ১৭, চুনারুঘাট উপজেলায় ৯, বাহুবল ও মাধবপুর উপজেলায় ৬ জন করে এবং লাখাই উপজেলায় ১জন রয়েছেন।
তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫৯৩ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯১জন। মারা গেছেন ৬ জন।
Leave a Reply