শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ শুক্রবার (১৯ জুন) দুপুর ২ টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর ইউনিয়নের পুর্ব চারাভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবাসহ ২ মাদক চোরাকারবারিকে আটক করে আটককৃতরা হল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের পুর্ব চারাভাঙগা গ্রামের নুর ইসলাম এর ছেলে শরিফ মিয়া(৩০) উরফে ইয়াবা শরিফ ও একই এলাকার রসুলপুর গ্রামের তাহের মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৫) স্থানীয় জনসাধারণ জানায় শরিফ অনেক দিন ধরে এলাকায় মাদক চোরাকারবার করে আসছে। মাদক সহজলভ্য হওয়ায় এলাকার উঠতি বয়সী অনেক কিশোর ও যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে মাদকের টাকার জন্য এসব কিশোর ও যুবকরা ছোটখাটো অপরাধের সাথে জড়িয়ে পড়ছে এদের আটকের খবরে এলাকার অভিভাবকেরা স্বস্তির নিশ্বাস ফেলেছে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবত এদের বিরুদ্ধে মাদক বেচাকেনার অভিযোগ করছিল এলাকাবাসী, কিন্তু হাতেনাতে ধরতে পারছিলাম না। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply