২৮ জানুয়ারি সোমবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনআরবি (নন রেসিডেন্স বাংলাদেশি) ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের এ পরিকল্পনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। স্কলারস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এবার দিবসটি উদযাপন করা হয়।
তিনি বলেন, প্রবাসীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, সে জন্য আমার মন্ত্রণালয় থেকে সবধরনের সাহায্য-সহযোগিতা করব। দেশের ৪৯ ভাগ মানুষের বয়স ২৫ বছরের নিচে। এই জনগণকে আমাদের কাজে লাগাতে হবে।
এ সময় তিনি প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।
অনুষ্ঠানে দিবস উদযাপন কমিটির সদস্য সচিব দিলারা আফরোজ খান রূপা, ম্যাক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রবাসী ব্যবসায়ী গোলাম মোহাম্মদ আলমগীর এবং প্রবাসীসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রেপোর্ট: প্রবাসী দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, সরকারিভাবে এটি এখনও উত্থাপিত হয়নি। যতদিন না হয় ততদিন আমরা বেসরকারিভাবে দিবসটি উদযাপন করব। প্রবাসী সপ্তাহ উদযাপন করে দেশের উন্নয়নে প্রবাসীদের কীভাবে সম্পৃক্ত করা যায় সেটি নিয়ে চিন্তাভাবনা করছি।
Leave a Reply