হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যায় জেলার সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, জেলা প্রশাসক কামরুল হাসানের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য তার আরেকটি নমুনা আবার ল্যাবে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলায় ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা ও ব্যাংকার মিলে রয়েছেন ৩৭ জন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, এর আগে আক্রান্তদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সরকারি হাসপাতালের পাঁচজন চিকিৎসক, ছয়জন নার্সসহ ২৬ জন এবং জেলা ও উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, প্রকৌশলীসহ আটজন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া একজন ব্যাংক কর্মকতা ও একজন এনজিও স্বাস্থ্যকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন
Leave a Reply