শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

খাবার দিয়ে ঘরে থাকার আহবান জানাচ্ছেন এমপি আবু জাহির

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ২৬৩ বার পঠিত

ফারজানা আক্তার ॥ করোনা পরিস্থিতেতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের পাশে রয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ পরিস্থিতির শুরু থেকে প্রায় প্রতিদিন নিজের নির্বাচনী এলাকার আওতাধীন তিনটি উপজেলার একাধিক স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দরিদ্র লোকজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে সকলকে ঘরে থাকার আবান জানান আবু জাহির। প্রতিদিনের সচেতনতামূলখ কর্মসূচির ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় সবার হাতে চাল, ডাল ও আলু তুলে দিয়ে করোনা ভাইরাস মোকাবিলায় ঘরে থাকা নিশ্চিতের আহবান জানান।

এমপি আবু জাহির বলেন, যেহেতু এই ভাইরাসের এখনও কোন চিকিৎসা আবিস্কার হয়নি, তাই সচেতনতার কোন বিকল্প নেই। মরণঘাতি করোনার সংক্রমন থেকে বাঁচতে সরকারের নির্দেশনা মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং নিয়মিত ঘনঘন সাবান পানি দিয়ে হাত পরিস্কার করুন। এ সময় তেঘরিয়া ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়াসহ সকল ইউপি সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com