শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

বাহুবলে হতদরিদ্র পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসাগ্রী দিল ছাত্রলীগ কর্মীরা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৩২০ বার পঠিত

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ,বাহুবল; করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার সচেতনতা মূলক নানান সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঘরে থাকুন,নিজে বাঁচান, অন্যকে বাঁচান।সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পরেছেন কর্মজীবী মধ্যম আয়ের মানুষ।

এমনকি অনেক পরিবার খাদ্যের অভাবে তিন বেলা খাবে দূরের কথা,এক বেলা ও ঠিক মত খেতে পারছেনা।
নিত্য আয়’ই সম্ভল এমন সকল পরিবার ভোগছেন খাদ্যহীন অসহ্য যন্ত্রণায়।

এমনি সংকটময় মুহুর্তে কর্মহীন বেকার,হতদরিদ্র এমন সকল পরিবারের পাশে দাড়িয়েছে (বাংলাদেশ ছাত্রলীগ) বাহুবল উপজেলা ছাত্রলীগের কর্মীরা।

বাহুবল উপজেলার ৭ টি ইউনিয়নে টানা তিন দিনের কার্যক্রমে খাদ্য বিতরণের কাজ সম্পন্ন করেছে তারা।

গত (২ এপ্রিল) উপজেলার ১ নং শ্নানঘাট ইউনিয়ন থেকে খাদ্য বিতরণের কাজ শুরু করে বাহুবল উপজেলা ছাত্রলীগের প্রায় ২০ বিশিষ্ট একটি টিম।

মানবতার ডাকে সাড়া দিয়ে উপজেলার কর্মহীন বেকার অসহায়, গরীব লোকদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন তারা। উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহিম এর নেতৃত্বে মানবিক টিমটি পরিচালিতহয়।

উপজেলা ছাত্রলীগ এমন সংকট মুহুর্তে সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগে অসহায় বেকার,লোকদের পাশে থাকায় উপজেলা নয় এমনকি জেলা জুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ছাত্রলীগ বাহুবল উপজেলা শাখা।

ছাত্রলীগ নেতা আব্দুর রহিম জানান,করোনাভাইরাসের কারণে কর্মহীন জীবনযাপন করছে আমাদের বাহুবলের অনেক পরিবার।ইতিমধ্যে সরকার তাদের সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ করছে।সরকারের সহায়তার পাশাপাশি আমরা ছাত্রলীগ নিজ উদ্যোগে খাদ্য বিতরণের ক্ষুদ্র প্রয়াস হিসেবে পাশে রয়েছি।

তিনি জানান,বাহুবল উপজেলা ৭ টি ইউনিয়ন গঠিত।আমাদের নিজ উদ্যোগে উপজেলার সবটা ইউনিয়নে খাদ্য নিয়ে বাড়ি বাড়ি গিয়েছি।প্রায় ৩শত ৩০টি পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করছি আমরা।

ত্রান বিতরণ সময় উপস্থিতব ছিলেন, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম,৫নং লামাতাশী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক,সৈয়দ এনামুল হক।

ছাত্রলীগ নেতা এম.এ রহিম, ফয়ছল আহমেদ,জুনাইদ আহমেদ,জীবন আহমেদ, শিক্ষানবীশ আইনজীবী আল আমীন,তুফায়েল মুন্সি,খালেদ মাহমুদ,আহমেদ তুহা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com