নুর উদ্দিন সুমন: অসহায়দের পাশে সাবেক খেলোয়াড় নাজমুল হোসেন ও তার পত্নী মহিলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক লস্কর কন্যা এনি লস্কর। করোনা পরিস্থিতিতে জেলার শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে কর্মহীণ হয়ে পড়া অসহায়দের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাজমুল হোসেন ও তার পত্নী চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর কন্যা এনি লস্কর। (৩০মার্চ) বিকেলে তারা নিজ অর্থায়নে অসহায় মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসসামগ্রী তুলে দেন। এ সময় তিনি অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এনি লস্কর বলেন করোনা ভাইরাসে স্তব্ধ হয়ে গেছে সারা বিশ্ব। এমন করুণ পরিনতি আমাদের দেশেও। করোনা ভাইরাস প্রতিরোধ করতে সকলেই নিজ নিজ ঘরে অবস্থান করছেন। কিন্তু এতে করে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। আমাদের এলাকায় প্রায় অধিকাংশ মানুষ রয়েছে যারা অসহায়, গরীব দুঃস্থ। দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়। দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সব চাইতে বেশি বিপদে। নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মূহুর্তে তাদের পাশে দাড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ তিনি অসহায় দুঃস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যমান মনে করে সবাই মিলে দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাড়ানোর আহবান জানান।
Leave a Reply