নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাটে অসহায় মানুষের দুর্দশা লাঘব করতে জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক ও চুনারুঘাট উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, অসহায়, দিনমজুর, কর্মহীন, শতাদিক মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। করোনাভাইরাসের প্রভাবে মানুষের সামনে কোনো কাজ নেই। বেঁচে থাকার মতো কোনো খাবার নেই। গৃহবন্দি কর্মহীন মানুষের মাঝে হাহাকার-আর্তনাদ লেগেই আছে। এমন কঠিন মুখোমুখি উপজেলার হাজার হাজার মানুষ। তাদের কষ্টের সীমা নেই, অনেক এলাকায় একটু খাবার ও ত্রাণের জন্য মানুষের হাহাকার। জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও চুনারুঘাট উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন বলেন, করোনাভাইরাস প্রভাবে যারা অভুক্ত আছে, যে পরিবারের শিশু সন্তানরা দিনের পর দিন মুখে তুলে দেয়ার জন্য সামান্য নিত্য প্রয়োজনীয় খাবারটুকুও পাচ্ছে না তাদের দুঃখ-দুর্দশা কতটা অবর্ণনীয় তা কেবল ভাবলে উপলব্ধি করা যায়, করোনা ভাইরাস প্রতিরোধ করতে সকলেই নিজ নিজ ঘরে অবস্থান করছেন। কিন্তু এতে করে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। গত রবিবার দিবাগত রাতে দুঃখ-দুর্দশায় অসহায় মানুষের দুর্দশার কথা চিন্তা করে , দিনমজুর, কর্মহীন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, তৈল, পেঁয়াজ ও করোনা ভাইরাস সংক্রমণের থেকে রক্ষা জন্য মাক্স বিতরণ করেছি তারা হয়তো কিছুটা শান্তি পাবে । তিনি আরও জানান পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের দিনমজুর, কর্মহীন, মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছানো হবে। আমাদের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত আছে। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক খোকন চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজেদুল হক লুবন, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর তরফদার, মারজান চৌধুরী, ও শ্রমিক নেতা আব্দুল আওয়াল প্রমুখ।
Leave a Reply