বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে বাহুবল মডেল থানা পুলিশ এর উদ্যোগে দরিদ্রদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এসময় সবাইকে সচেতনতার পাশাপাশি বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে ঘুরাফেরা না করে নিজ গৃহে অবস্থানের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে বাহুবল মডেল থানা পুলিশের অর্থায়নে তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার উপজেলার মিরপুর বাজারে অবস্থিত বেঁদে পল্লীসহ এলাকার দুইশত দরিদ্র লোকদের মাঝে প্রত্যেককে দুইশ মিলি করে বিতরণ করা হয়েছে। এছাড়া যানবাহনসহ বাজারের বিভিন্ন পয়েন্টে জীবানুনাশক প্রয়োগ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আসকার আলী, পাঁচগ্রাম নেতা ফয়সাল আহমেদ, ফয়জাবাদ হাইস্কুলের শিক্ষক বেনজীর আহমেদ শাওন প্রমুখ।
Leave a Reply